শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ পূর্বাহ্ন
মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার সহ দুই চোর কে গ্রেফতার করেছে পুলিশ!
রবিবার( ১৮ সেপ্টেম্বর২২) ইং আজমিরীগঞ্জ থানা পুলিশ ২ চোর কে হবিগঞ্জ জেলা বিচারক আদালতে সোপর্দ করেন! পুলিশ সুত্রে জানা যায়
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ মাসুক আলী এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানার পুলিশের এক টি দল অভিযান পরিচালনা করে গরু চোর ১। আলী ওসমান (২৪) পিতা-মোঃ জামাল মিয়া, সাং-নবীনগর, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ
২। ইমরান মিয়া (৩০), পিতা-কামাল মিয়া, সাং-কদমশ্রী, থানা-মদন, জেলা-নেত্রকোনা। বর্তমান সাং-নবীনগর (গাড়ি চালক শশুর মতি মিয়ার বাড়ী) থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জদ্বয়কে
শনিবার দিন গত ভোর রাতে নয়ানগর এলাকা হইতে গ্রেফতার করেন!
উক্ত আসামীদের নিকট হইতে চোরাই হওয়া ১টি গরু উদ্ধার করা হয়।
গরুর মালিক আজমিরীগঞ্জ থানার আজিমনগর গ্রামের ইফতে খায়রুল কবির বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করিলে আজমিরীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়।
আজমিরীগঞ্জ কোর্টে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ভুইয়ার আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।
বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদ্বয়কে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হইয়াছে।
বিষয় টি নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। তিনি জানান
যে কোন অপরাধের ব্যাপারে তথ্য দিন। পুলিশকে সহযোগিতার জন্যে অনুরোধ জানান! অফিসার ইনচার্জ আজমিরীগঞ্জ থানা, হবিগঞ্জ।