নিজস্ব প্রতিবেদক:- আজ ১৮ সেপ্টেম্বর, ২০২২, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা
মোতাবেক চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর ষোলো শহর এলাকায় অবস্থিত ৩টি গ্যাস সিলিন্ডারের দোকানকে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়;প্রতিষ্ঠানসমূহ হলো - জিহান এন্টারপ্রাইজকে ১০ হাজার, নাহার কিচেন এপ্লাইয়েন্সকে ১০ হাজার, সজীব এন্টারপ্রাইজকে ৩ হাজার,
এছাড়াও চাঁন্দগাও এলাকার দোলন ষ্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় অবস্থিত আইডিয়াল ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আজ ৫ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নিত্যপণ্যের দোকানেও তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টা থেকে পরিচালিত অভিযানে নেতৃত্বে প্রদান করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার,বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিদার হোসেন ও সহকারী পরিচালক জনাব আনিছুর রহমান ।
সিএমপি পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।