1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অস্ত্র হাতে নিয়ে নাশকতা সৃষ্টিকারী, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী,মাদক সম্রাট, গ্যাং লিডার,যুবলীগ কর্মী,কিলার ফয়সাল গ্রেপ্তার। পতেঙ্গা থানায় হামলা,ভাংচুর ও সী বীচে চাঁদাবাজীর অভিযোগে মাসুদ করিম গ্রেপ্তার। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ গ্রেফতার। বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭

বদলগাছীতে শিশু ধর্ষনের চেষ্টা মামলাটি ১০ হাজার টাকায় রপাদপা।

  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ জন দেখেছেন

এনামুল কবির আনাম,বদলগাছী উপজেলা প্রতিনিধি:- জানা গেছে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর উত্তর পাড়া গ্রামের  শ্রী মহেন্দ্র উড়াও এর ৬ বছরের শিশু সপ্না রানী কে গত ২৪/৭/২২ তারিখে একই গ্রামের আমজাদ হোসেন চতা পিতা মৃত শুকুর আলী  সন্দেশ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে  পার্শ্ববর্তী  বাঁশ ঝারে নিয়ে গিয়ে  ধর্ষনের চেষ্টা করার সময়  শ্রীমতি অমলেশর স্স্রী সুমতি রানী দেখতে পেয়ে ডাক চিতকার করলে  আসামি আমজাদ হোসেন চতা পালিয়ে যায়।

স্হানীয় চেয়ারম্যান ফিরোজ হোসেন, ও মেম্বার হারুন রশীদ  আপোষের চেষ্টা করে কতিপয় স্বার্থ নেশি ব্যাক্তির  কারনে আপোষ সম্ভব হয়নি মর্মে নওগাঁ নারী শিশু আদালতে শিশু ধর্ষনের চেষ্টা মামলা দায়ের করেন শিশু সপ্নার বাবা মহেন্দ্র।

উক্ত মামলাটি ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তদন্তের জন্য প্রেরন করে আদালত। য়াহার মামলা নম্বর  ৮৯/২২।

উক্ত মামলা টি তদন্তের জন্য চেয়ারম্যান ফিরোজ হোসেন গত ৬/৯/২২ ইং তারিখে উভয় পক্ষকে পরিষদে হাজির হওয়ার নোটিশ দিয়েছেন। আলাপ আলোচনা ক্রমে মামলার বাদী মহেন্দ্র উড়াও আপোষ করবে বলে চেয়ারম্যানের কক্ষে মিনতি করলে আসামি ও আপোষ করার দাবী করেন। চেয়ারম্যান ফিরোজ হোসেন মানবিক দিক বিবেচনা করে বাদী মহেন্দ্র উড়াও কে খরচ ও শিশুটির চিকিৎসার জন্য  আসামি আমজাদ হোসেন চতা কে ১০  হাজার টাকা দিতে আহবান জানালে দুই পক্ষের মধ্যে মিলমহব্বতে আপোষ ঘটে বলে জানা গেছে। উক্ত মামলা টি তদন্তেরের বিষয়ে চেয়ারম্যান ফিরোজ হোসেনের কাছে জানতে চাইলে, তিনি বলেন নোটিশের মাধ্যমে পরিষদে ডেকেছি বাদী ও আসামি বলেন আমরা আপোষ করেছি। এতে আমার করোনিয়র কিছু নেই।

শেয়ার করুন

আরো দেখুন......