রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:- হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৪০(চল্লিশ) লিটার মদ সহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার-করেছে পুলিশ!
শুক্রবার (১৬ সেপ্টেম্বর২২) ইং বিকালে হবিগঞ্জ জেলা বিচারক আদালতে মাদক ব্যবসায়ী কে সোপর্দ করেন বানিয়াচং থানা পুলিশ!
পুলিশের সুত্রে জানা যায় বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, নেতৃত্বে এসআই দুলাল মিয়া সংগীয় অফিসার ফোর্সসহ বানিয়াচং থানার ৫নং দৌলতপুর ইউ/পির করচা গ্রামে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী বীরধন বৈষ্ণব(৩০) পিতা- গোপাল বৈষ্ণব, সাং- করচা, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে ৪০(চল্লিশ) লিটার মদ সহ গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন!তিনি জানান
থানা এলাকায় মাদক, জুয়া, দাঙ্গা প্রতিরোধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে!