রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিহবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল ও চোরাই কাজের ব্যবহৃত সরঞ্জামাধিসহ গ্রেফতার-১বুধবার( ১৪ সেপ্টেম্বর২২) ইং বিকালে হবিগঞ্জ বিচারিক আদালতে চোরকে সোপর্দ করেন বানিয়াচং থানা পুলিশ! পুলিশ সুত্রে জানা যায় গত রাত্র ০৩.০০ ঘটিকার সময় চোর ইমন মিয়া (২২), পিতা-আইয়ুব আলী, মাতা- নাছিমা বেগম, সাং-উমেদনগর (পশ্চিম আলগা বাড়ী), হবিগঞ্জ পৌরসভা ১নং ওয়ার্ড, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ তাহার সংগীয় চোরদের নিয়া বানিয়াচং থানাধীন ০৯নং পুকড়া ইউ/পির অন্তর্গত নাগুরা সাবাজ খান, পিতা- সমুজ খান, সাং- আতুকুড়া, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ এর শচীন্দ্র কলেজ, নাগুরা, কেন্টিনের তালা কাটিয়া ভিতরে প্রবেশ করিয়া দোকানে থাকা মালামাল চুরি করার সময় বানিয়াচং থানার এসআই ফারুক হোসেন,
এএসআই উজ্জল সংগীয় ফোর্সের সহায়তায় চোর ইমনকে দোকানদার সাবাজ মিয়ার দোকান ঘরের ভিতর থেকে গ্রেফতার করেন।
এই সময় চোর ইমনের হেফাজত হইতে চোরাই কাজে ব্যবহৃত লোহা কাটার রেত, স্কু ড্রাইভার, সেলাই লেন্স, লোহা কাটার প্লাস, রড কাটার ব্লেড উদ্ধার করা হয় এবং দোকানদার সাবাজ মিয়ার দোকান থেকে চুরি যাওয়া বিভিন্ন ধরনের সিগারেটসহ মালামাল জব্দ করা হয়।
বিষয় টি নিশ্চিত করেন বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দাস।
তিনি জানান চুরি ডাকাতি জুয়া মাদক এর বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছেন।