রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা:- ১৪ই সেপ্টেম্বর/২০২২ খ্রিঃ বুধবার পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জনাব আহসান উল্লাহ চৌধুরী, অফিসার ইনচার্জ, দিঘলিয়া থানা, খুলনা এর বদলী জনীত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা।
সংবর্ধনা সভায় বিদায়ী অতিথি তার বক্তব্যে; সহকর্মীদের সাথে কর্মকালীন সময়ের স্মৃতিচারন করেন। সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন।
পুলিশ সুপার; তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব সুশান্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); এবং জনাব তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); খুলনা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।