1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ

যশোর পাসপোর্ট অফিসের সীমাহীন দুর্নীতি- হয়রানিতে যশোরবাসী

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২৪ জন দেখেছেন

মোঃরজিবুল ইসলাম,ব্যুরো প্রধান(খুলনা বিভাগ):- যশোর পাসপোর্ট অফিসে দালাল ছাড়া হয়না কোন কাজ।দালালকে টাকা দিলে কাগজপত্র জমা হয়।

দৈনিক অপরাধ অনুসন্ধান টিমের প্রতিনিধি গ্রাহক সেজে কথা বলতে গেলে কথা বলতে চায় না কর্মকর্তা গন।বিজি আছি পরে আসেন। অনুসন্ধানী টিমকে দেখতে পেয়ে ছিটকে যায় দালাল।কেও কেও দালাল হলেও দৈনিক অপরাধ অনুসন্ধান(Crime Investigation) এর কাছে তারা গ্রাহক বলে দাবি করে।

উপস্থিত ভুক্তভোগী সুমন কুমার রায়(৩২) এর সঙ্গে কথা বলে জানাযায়,আমার আবেদনে ভুল হয় কিন্তু দ্রুত পাসপোর্ট করতে হবে।ওইটা cancel না করলে নতুন করে আবেদন করতেও পারছি না,কিন্তু অফিস চলছে নিজের মত করে অথচ এইটা করতে সামান্য একটু অনলাইনের কাজ।গত ১০থেকে ১২দিন ঘুরছি, সব কিছু ঠিক থাকার পরও আমাকে হয়রানি করে বারবার বাড়ি ঘেকে এটা আনো ওটা লাগবে। এভাবে আমি হয়রানি শিকার হচ্ছি।

দালাল ছাড়া কাগজপত্র জমা দিতে গেলে কোন না কোন ভুল দেখিয়ে দেবে।পরবর্তীতে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার তারিখ ও নির্ভর করে দালালের উপর। সবকিছু দালাল নির্ভর। কতৃপক্ষ নিরব।মাঝে মধ্যে অভিযান হয় দালালদের বিরুদ্ধে কিন্তু পরের দিন যা তাই।

এ বিষয়ে পাসপোর্ট অফিসের ফোন নাম্বার:০৪২১-৬৮৫১০ এ যোগাযোগ করার চেষ্টা করলে। কথা বলে নাই কোন কর্মকর্তা।

সরজমিনে দেখা যায় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা দালালদের উপর নির্ভরশীল।সদর উপজেলা সহ যশোরের সকল উপজেলার জনগণ এর ভুক্তভোগী।ভোগান্তির শিকার হচ্ছে জনগণ।

শেয়ার করুন

আরো দেখুন......