বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:-
আজ ১৩ সেপ্টেম্বর, ২০২২, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর ষ্টেশন রোড এলাকার শিশুখাদ্য, গুড়ো দুুধ, হোটেল ও নিত্যপণ্যের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্কুলের পাশে অবস্থিত সুবাহ ফাস্ট ফুডকে নোংরা ও তেলাপোকাযুক্ত পরিবেশে চটপটি, ফুসকা ও বিরিয়ানি তৈরি করা সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ১০,০০০/- টাকা,মালঞ্চ জুবিলী রোড শাখাকে ৪,০০০/-, হাজী বিরিয়ানিকে ৫,০০০/- জরিমানা করা হয়,অত্যন্ত নোংরা পরিবেশে বেকারি আইটেম ও মিষ্টি প্রক্রিয়াকরন, সংরক্ষণ ও মোড়কজাত বিধিমালা না মানায় মিসকাহ ধানসিঁড়ি বেকারি এন্ড সুইটসকে ৫০,০০০/-, অধিক মূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন না করা ও মোড়কজাত বিধিমালা না মানায় ৪০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।আজ ৫ টি প্রতিষ্ঠানকে ১,০৯,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ডিম, মাংস ও নিত্যপণ্যের দোকানেও তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টা থেকে পরিচালিত অভিযানে নেতৃত্বে প্রদান করেন উপপরিচালক জনাব মোঃ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার, সহকারী পরিচালক জনাব দিদার হোসেন ও সহকারী পরিচালক জনাব আনিছুর রহমান । সিএমপি পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।