বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন
মীর মোঃ- আতিকুজ্জামান (সদর জয়পুরহাট)প্রতিনিধিঃ-র্যাবের অভিযানে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদককারবারী হাতেনাতে আটক। মঙ্গলবার দিবাগত রাতে জয়পুরহাটের সদর ধলাহার গ্রামে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ হোসেন (৪০) নামে এক মাদক কারবারী কে আটক করেছে র্যাব সদস্যরা।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান আর্টিলারি, ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার ধলাহার গ্রামের মোঃ আতোয়ারের ছেলে ফিরোজ হোসেনকে হাতেনাতে আটক করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি ফিরোজ হোসেন স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো।
পরবর্তীতে জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।