বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন
টি আই, মাহামুদ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:- গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত সারাদেশে হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য দ্রব্য বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের আলীকদমে স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ ১৩ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম আলীকদম উপজেলার বাসটার্মিনালস্থ ডিলার রফিকুল ইসলামের খাদ্য গুদামে এই কার্যক্রম উদ্বোধন করেন।
সকাল ৯:০০ থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এ খাদ্যদ্রব্য (চাল) বিক্রয় কার্যক্রম চলবে। এর আগে আলীকদমের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়। আলীকদম সদর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের বাসটার্মিনালস্থ মাতামুহুরী ফার্মেসীর স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম ডিলার হিসেবে ৫-৬ বছর সুনামের সাথে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বাংলাদেশ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে এ চাল সপ্তাহে তিন দিন সোম, মঙ্গল ও বুধবার প্রতিজনের মধ্যে ৩০ কেজি করে সর্বমোট ৪৯৭ জনের মধ্যে অনলাইন কার্ড যাচাই-বাছাই করা সাপেক্ষে ২৫৩ জনকে বিতরণ করা হয়।
আজ সকাল ০৯ ঘটিকার সময় ডিলার রফিকুল ইসলামের খাদ্যদ্রব্য মজুদকৃত গোডাউনে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহেরুবা ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে খাদ্য দ্রব্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ডিলার রফিকুল ইসলাম জানান, আমি স্বচ্ছতার সাথে সরকারের স্বল্প মূল্যের খাদ্য দ্রব্য (চাল) বিতরণ করে আসছি। এছাড়াও আমি এ কর্মসূচী বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।