1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
খুলনার বটিয়াঘাটা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকে নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত খুলনায় অতিবর্ষনে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা, মৎস্য কর্মকর্তা -জয়দেব পাল। শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্যের ৫৪ তম জন্মদিন পালিত শহীদ জিয়াউর রহমান ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে কোটালীপাড়ায় অবৈধ বাঁধ কেটে ১কিলোমিটার খাল দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন বৈষম্যের শিকার এমপিও ভুক্ত কলেজের ল্যাব সহকারীরা শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ছাত্র হত্যা মামলার সশস্ত্র পলাতক আসামি জোবায়ের হোসেন প্রকাশ হৃদয় গ্রেপ্তার। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ মামলার পলাতাক আসামি শফিকুল ইসলাম গ্রেপ্তার।  অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুকসুদপুরের সক্রিয় এক প্রতারক চক্র, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের

খুলনা রূপসা ব্রীজে পাথর বোঝাই ট্রাক ও বাসের সংঘর্ষ

  • আপডেট সময়ঃ সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,খুলনার রূপসা ব্রীজে পাথর বোঝাই ট্রাক ও বাসের সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৫ টার দিকে রূপসা ব্রীজের পশ্চিম ঢালে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় এক ঘন্টা সেতু দিয়ে কোন যানবহন চলাচল করেনি। ব্রীজের উভয় পাশে তীব্র যানজট লেগে যায়। তবে এ ঘটনায় কোন হাতাহতের খবর পাওয়া যায়নি।

 

এলাকাবাসি সূত্রে জানা গেছে, বিকেল ৫ টার দিকে ব্রীজের পশ্চিম পাশ থেকে পাথব বোঝাই একটি ট্রাক পূর্ব রূপসার দিকে যাচ্ছিল। রূপসা ব্রীজের পশ্চিম ঢালে উঠার পাথর বোঝাই ট্রাকটি একটু পিছনের দিকে আসে। এ সময় পেছন থেকে আসা একটি বাসের সাথে ওই ট্রাকটির সংঘর্ষ হয়।

 

সংঘর্ষের ফলে বাসটি রাস্তার মাঝখানে সরে আসে। এরফলে উভয় দিক থেকে আসা যানবহনগুলো চলাচল করতে পারেনি। রূপসা ব্রীজে তীব্র যানজট লেগে যায়। দুরদুরান্ত থেকে আসা মানুষকে গন্তব্যে পৌছাতে ভোগান্তির শিকার হতে হয়।

 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। বাসটি সরাতে পুলিশের এক ঘন্টা সময়   লাগে।

 

লবনচরা থানার এস আই আব্দুর রহিম বলেন, বাস ও ট্রাকের সংঘর্ঘের খবর জেনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

 

তবে এ ঘটনায় কোন হতাহতের খবর নেই বলে তিনি অপরাধ অনুসন্ধানকে জানান।

 

শেয়ার করুন

আরো দেখুন......