1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
চারঘাট-বাঘার নৌকার মাঝি হিসাবে শাহরিয়ারকে বরণ করতে উচ্ছুক জনতার ঢল শেরপুর তিন আসনের টানা তিনবারের এমপি দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত। ১শ’ টাকার স্ট্যাম্প ২শ’ টাকা – যশোর অভয়নগরে স্ট্যাম্প ক্রয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের এ সংকট দেড় মাস ধরে চলছে কলসী দিঘীর পাড় পকেট গেইট, হানিফ মিস্ত্রির বাড়ী, খাঁন সাহেবের গ্যারেজের সামনে রাস্তার উপর থেকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ হাসান আটক।  বরগুনায় সাংবাদিকতার নীতিমালা বিষয়ক প্রশিক্ষন কমশালা উদ্বোধন কর্ণফুলী ডাঙ্গারচরে নৌ-তদন্ত কেন্দ্রের নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে সিএমপি কমিশনার শেরপুরে বিস্ফোরক মামলার আসামী এখন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক তালতলীতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার শম্ভু’র পক্ষে কাজ করবেন শিহাব হরতালের প্রতিবাদে উত্তর হালিশহর ২৬ ওয়ার্ডে আ.লীগের শান্তি সমাবেশ।

নিউইয়র্কে চতুর্থ বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ জন দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃবাংলাদেশ কনভেনশন নর্থ আমেরিকা আয়োজিত চতুর্থ বাংলাদেশ সম্মেলন গত ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগরা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সম্মেলনের আহ্বায়ক ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সম্মেলনের চেয়ারম্যান ও রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম ও সম্মেলনের সদস্য সচিব ও শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।খবর বাপসনিউজ।

 

উদ্বোধনের পর ম্যারিয়ট হোটেলের বিশাল বলরুমের সুদৃশ্য মঞ্চে শুরু হয় উদ্বোধনী দিনের অনুষ্ঠান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ম্যারিয়ট হোটেলের বিশাল বলরুমে শুরু হয় উদ্বোধনী দিনের অনুষ্ঠান । পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া মনিকা রায় চৌধুরীর নেতৃত্বাধীন শিল্পকলা একাডেমি ও সবিতা দাসের নেতৃত্বে বহ্নিশিখার শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। সেলিম ইব্রাহিম, সাদিয়া খন্দকার ও কামরুজ্জামান বাবুর সঞ্চালনায় এদিন অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল স্বাস্থ্যবিষয়ক সেমিনার এবং অতিথিদের বক্তব্য। স্বাস্থ্যবিষয়ক সেমিনারের সঞ্চালক ছিলেন সাংবাদিক শামীম আহমেদ। আলোচক ছিলেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ইব্রাহিম সিরাজ।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালার মধ্যে ছিল চলচ্চিত্র প্রদশর্নী, কাব্য জলসা, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, ফ্যাশন শো, সেমিনার। এদিন সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, কালা মিয়া, চন্দন চৌধুরী, শামীম সিদ্দিকী, রায়ান তাজ, প্রমি তাজ, বীণা বর্মণ প্রমুখ। ফ্যাশন শো’ ও নৃত্য পরিবেশন করে মাজিদ ডিজায়ার। কাব্য জলসায় অংশ নেন নিউইয়র্কের কবি ও সাহিত্যিকেরা। তাদের মধ্যে ছিলেন ড. মহসীন আলী, এবিএম সালেহ উদ্দীন, রওশন হাসান, সোনিয়া কাদির, শাহীন ইবনে দিলওয়ার প্রমুখ।

 

তৃতীয় ও শেষ দিনে ছিল আকর্ষণীয় সব অনুষ্ঠান। এদিন বিশেষ পর্বে অংশ নেয় বাংলাদেশ ক্লাব ইউএসএ। সঙ্গীত পরিশেন করেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, নীলিমা শশী, বাঁধন, লেমন চৌধুরী, ফারহানা তুলি প্রমুখ। শেষ দিনের বিশেষ আকর্ষণ ছিল সোস্যাল মিডিয়া স্টার প্রিসিলার উদ্দীপনামূলক বক্তব্য। এসময় তরুণ প্রজন্মের ভবিষ্যত করণীয় নিয়ে দিকনির্দেশনা দেন তিনি।

 

চতুর্থ বাংলাদেশ সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চারজনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- সাহিত্যে সোনিয়া কাদির, সমাজসেবায় মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, শিক্ষায় ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ এবং তরুণ প্রজন্মের আইকন ফাতেমা প্রিসিলা। শেষ দিনে উদ্বোধনী বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসান। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব আলমগীর খান আলম। এছাড়া প্রধান অতিথির বক্তব্য দেন বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগরা হোম কেয়ারের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। এসময় তিনি প্রবাসে বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরার অনন্য প্রয়াসের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

তিন দিনব্যাপী সম্মেলনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল বিভিন্ন পণ্যের স্টল। বাংলাদেশের বিভিন্ন পণ্য শোভা পায় এসব স্টলে। অনুষ্ঠানস্থলে ছিল মুখরোচক খাবার, যেমন ছোলা বুট, সিঙ্গারা, সমুচা, নুডলস ও বিরিয়ানি। সবার জন্য উন্মুক্ত তিন দিনব্যাপী সম্মেলনে কোনো প্রবেশমূল্য ছিল না। সম্মেলনের সদস্য সচিব আলমগীর খান আলম জানান, আগামীতে আরো বড় পরিসরে বাংলাদেশ সম্মেলন হবে। এজন্য বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা চান তিনি। তিন দিনব্যাপী এই সম্মেলন প্রবাসীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন

আরো দেখুন......

বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসুচি। এনামুল কবীর এনাম বদলগাছী প্রতিনিধি নওগাঁ। নওগাঁর বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসূচী গত ৬ নভেম্বর বেলা ১১ টায় বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বদল গাছী সদর ইউপির আকট্ট্টি রাস্তার দুই পার্শ্বে তালবৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, ও থানা অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান। বেলা ১১ টায় বদলগাছী মডেল প্রেসক্লাবের কর্মসূচীর শুরুতে নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরণ করেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসে ও সাধারন সম্পাদক আবু রায়হান লিটন, সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম এবং প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু)। উক্ত কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের, সহঃ সভাপতি সাংবাদিক আবু সাঈদ মোঃ মোরছালিন (রোমেন), যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মুজাহিদ হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার সম্পাদক সাংবাদিক আশিক হোসেন, অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ ফজলে রাব্বি, নির্বাহী সদস্য নুরুজ্জামান লিটন, সদস্য সাংবাদিক তুহিন হোসেন, সদস্য সাংবাদিক সাগর হোসাইন, প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু), সেচ্ছাসেবী নজরুল ইসলাম, রহমত আলী প্রমুখ। এবিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন বলেন,এই ধরনের ভালো কাজে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি, মুহাঃ আতিয়ার রহমান বলেন,এই ধরনের সুন্দর একটি উদ্যোগ হাতে নেওয়ার জন্য বদল গাছী মডেল প্রেসক্লাবের সকল সদস্যদেরকে আমি সাধুবাদ জানায়। বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন বলেন,আমাদের এই কাজটি চলমান থাকবে।আজকে আমরা ৩হাজার বৃক্ষ রোপণ করেছি আস্তে আস্তে আরও অনেক বৃক্ষ রোপণ করার চেষ্টা অব্যাহত থাকবে। বদলগাছী মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম বলেন, তালবৃক্ষটি বাংলার ঐতিহ্য বাহী বৃক্ষ। এটি বজ্র নিরোধক হিসাবে সহযোগিতা করে, এবং আমাদের অনেক উপকার কারে আসে। আমরা বিনাস্বার্থে এটি রোপন করছি। উক্ত বিষয়ে প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু) বলেন, তালগাছ খুব উপকারী গাছ বদলগাছী মডেল প্রেসক্লাবের সাথে যৌথ উদ্দোগ্যে এই কর্মসূচী পালন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ।