শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ অপরাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, খুলনা-মংলা মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার(০৯সেপ্টেম্বর) রাত আনুমানিক ০২.০০ এ,এম ঘটিকার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি প্রাইভেটকার রাত দুইটার দিকে লখপুর এসে পৌঁছালে মালবাহী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক চাঁদপুরের নুরনগর এলাকার আলমগীর হোসেন(৪৪) নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ট্রাকটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
কাটাখালি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।