সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদে মিছিল করেছে পিরোজপুর জেলা যুবদল। আজ বৃহস্পতিবার সকালে সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাসানের নেতৃত্বে শহরের বিলাস চত্তর থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি মিজানুর রহমান শাহীন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুষার, প্রচার সম্পাদক মোঃ সালমান জাকির, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ সিকদার,পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মুক্তা সিকদার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ পলাশ মাহমুদ, সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ সাকিল আকন।
এসময় নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধান হত্যায় জড়িতদের শাস্তির দাবী জানানো হয়।