বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ অপরাহ্ন
আব্দুল্লাহ আল লোমান, জামালপুর প্রতিনিধি :-:জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা মীর শরিফ হাসান লেলিন।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে দলীয় মনোনয়ন পত্র জমা দেন তিনি।
মীর শরিফ হাসান লেলিন ১৯৮০সালে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ পরিবারে জন্ম গ্রহণ করেন।পিতা তৎকালিন উপজেলা আওয়ামী লীগের সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান,মাতা বর্তমান বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা।
বি.এ পাশের মাধ্যমে শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে।অধ্যায়নরত অবস্থায় তেজগাঁও কলেজ ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন, পরে যুবলীগের ৫ম কংগ্রেসে সর্ব কনিষ্ঠ সদস্য ও ৬ষ্ঠ কংগ্রেসে উপ সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত
হন তিনি। রাজনিতির পাশাপাশি শিল্পী হিসাবে অসংখ্য ভক্ত রয়েছে তার। বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য গান গেয়ে,রচনা ও সূর দিয়ে অসংখ্য লোকের মন কেড়েছেন তিনি।
জানা যায়,দ্বিতীয় জেলা পরিষদ নির্বাচনে মীর শরিফ হাসান লেলিন ছাড়া আরও সাত জন দলীয় মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।তারা হলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ আর জাহিদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমান উল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার।
গত ২৩ অগাস্ট নির্বাচন কমিশন তিন পার্বত্য জেলা বাদ দিয়ে ৬১ জেলা পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। জামালপুর জেলা পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদসহ ৯৯৮ জন নির্বাচিত জনপ্রতিনিধি তাদের ভোট প্রদান করবেন।
তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।