সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
শরীয়তপুর প্রতিনিধ:- শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা নওডোবা গফুর মোড়ল কান্দিতে পাঁচ বছরের এক কন্যা শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে ।
গতকাল ৭-ই সেপ্টেম্বর ২০২২ ইং রোজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
সদর আলী খাঁ কান্দি গ্রামের শাহিন বেপারী সংবাদকর্মীদের জানান, বুধবার দুপুরে পার্শ্ববর্তী গফুর মোড়ল কান্দি গ্রামের মৃত শোহু মোড়লের পুত্র সালাম মোড়ল শাহীন বেপারী পাঁচ বছরের কন্যা সন্তানকে ধর্ষণ করে।বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন ওই শিশুটিকে নিয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় অভিযোগ করলে পুলিশ প্রাথমিকভাবে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়।
এ বিষয়ে জানতে পদ্মা সেতু দক্ষিণ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের মোবাইলে কল দিলে তাকে পাওয়া যায়নি।