শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন
তুফান চাকমা, নানিয়ারচর প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচরে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত মোঃ শাহজালাল (২৫) বুড়িঘাট ইউনিয়নের ২নং টিলার মোঃ হানিফের ছেলে।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জোরে মোঃ শাহজালাল সকালে নিজ বাড়িতে পোকা মারার বিষ খেয়ে বাসায় পড়ে থাকে। পরে স্থানীয় এবং স্বজনরা তাকে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালের কর্তৃপক্ষরা। রাঙামাটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তখন মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, উপজেলার বুড়িঘাটে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে জেনেছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।