শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন
ক্রাইম রিপোর্টার(রাজশাহী বিভাগ):-বহুল প্রচলিত দৈনিক দখিনের ক্রাইম পত্রিকা থেকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা প্রতিনিধি রিদয় হোসেন কে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার নিকট থাকা পত্রিকার আইডি কার্ডটি ব্যুরো প্রধানের নিকট হস্তান্তর করার জন্য নোটিশ জাড়ি করা হইলো।
বিষয় এই যে রিদয় হোসেন সাংবাদিকতা সম্পর্কে কিছুুই বোঝে না সে তাকে দৈনিক দখিনের ক্রাইম পত্রিকায় কাজ করার সুযোগ দেয়ার পরেও নিয়োগ পাওয়ার পর থেকে আজ পর্যন্ত নিজে কোন সংবাদ সংগ্রহ সহ সংবাদ লিখতেও পারে নাই। কিন্তু সে বিভিন্ন জায়গায় সাংবাদিক পরিচয় দিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। এমনকি রিদয় হোসেন সারারাত জেগে থাকে এবং সারাদিন ঘুমিয়ে থাকে তার এমন আচরণ ও অপারগতা বিষয়ে মৌখিক ভাবে বারবার বলার পরেও সে কোন গুরুত্ব না দেয়াই পত্রিকার মান রক্ষার্থে অবশেষে তাকে দৈনিক দখিনের ক্রাইম পত্রিকা থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হইলো। এবং এই বহিষ্কার নোটিশের পর তাকে ৭ দিনের সময় দেয়া হইলো চলতি ৭ দিনের মধ্যে যদি সে নিজেকে যদি পরিবর্তন হতে পারলে তবে তার পদবী পুনরায় বহাল থাকবে।
বিঃদ্রঃ- পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রিদয় হোসেন কোথাও যদি সাংবাদিক পরিচয় দিয়ে অপকর্ম করে তার দায়ভার দৈনিক দখিনের ক্রাইম নিবে না।