শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,০১সেপ্টেম্বর ,২০২২ খ্রি.(বৃহস্পতিবার) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন,খুলনার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসমত জাহান তুহিন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ট্যাব ব্যবহার করে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন ও বিনামূল্যে উপহার বিতরণ করার ল্যাপটপ,ট্যাব,ড্যামী সিগারেটের প্যাকেটসহ টুল বক্স, হেডফোন, ম্যাচ বক্স জব্দ করা হয়।
এ ধরনের কর্মকান্ড- ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫‘ এর ৫ ধারার বিধান মোতাবেক অপরাধ হওয়ায় যথাযথ প্রসিকিউশনের ভিত্তিতে আভিযোগ আমলে নেওয়া হয়।
এসময় ‘ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের এজেন্টের ২জন প্রতিনিধিকে ১ লক্ষ টাকা জরিমানা ও প্রত্যেককে একমাস করে কারাদণ্ড এবং ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৯ জন ছাত্রকে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ফোর্স ও আনসার ভিডিপি সদস্যগণ এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নিয়োজিত অর্গানাইজেশন সিয়ামের নির্বাহী পরিচালক ও টাস্কফোর্স সদস্য অ্যডভোকেট মাসুম বিল্লাহ, এবং এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক।
পাবলিক প্লেসে ধুমপান ও বিজ্ঞাপন রোধে এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।