রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:-হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
বুধবার (৩১ শে আগষ্ট২২) ইং দুপুরে হবিগঞ্জ জেলা বিচারক আদালতে মাদক ব্যবসায়ী কে সোপর্দ করেন মাধবপুর থানা পুলিশ!
পুলিশের সুত্রে জানা যায় গত রাতে জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের নুরুল ইসলাম এর ছেলে সুমন মিয়া (৩০)।মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ গোলাম কিবরিয়া হাসান এর নেতৃত্বে এস আই মানিক সাহা সহ পুলিশের একটি টিম উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অভিযান তাকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে ১০ কেজি গাজা উদ্ধার করে পুলিশমমাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে!