শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ পূর্বাহ্ন
রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ,শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর জেলা জাজিরা উপজেলার মূল ভূ খন্ড থেকে বিচ্ছিন্ন কুন্ডেরচর ইউনিয়নে নদী ভাঙ্গান কবলিত অসহায় পরিবারদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও পূর্ণবাসন সহায়তার অংশ হিসেবে ১০০ টি পরিবারকে নগদ ৯,৬৫৫ টাকার চেক ও ১৫০ টি অসহায় পরিবারকে শুকনো খাবার প্রদান করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর, ভাটকুল বাজার এলাকায় এই চেক ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।চেক ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, কুণ্ডেরচর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন বেপারী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।চেক ও খাদ্য সহায়তা প্রধান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিডার চর, বাবুর চরের নদী ভাঙ্গন কবিলিত এলাকা পরিদর্শন করে, পূর্ব নাওডুবা ইউনিয়নের পাইনপাড়া মাঝিরকান্দি আলম খান কান্দি এলাকার গুচ্ছগ্রাম ও পরিদর্শন করেন। এছাড়াও সিডার চর, বাবুরচর এলাকার অসহায় ভূমিহীনদের জন্য সরকারি ভূমি বরাদ্দ দেয়ার উদ্দেশ্যে বিভিন্ন জমি পরিদর্শন করেন