রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃসেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ একুশে অগাস্ট নৃশংস হত্যাকাণ্ডের ভয়াল দিন পালন করেছে | স্মরণকালের ভয়াবহ গ্রেনেড হামলার অষ্টাদশ বার্ষিকী | দুই হাজার চার সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে পৈশাশিক গ্রেনেড হামলায় চব্বিশজন নিহত হন | আহত হন তিনশতজন | তেরোটি গ্রেনেড হামলার বিভৎসতায় মুহূর্তেই রক্ত মাংস হাড্ডির স্তূপে পরিণত হয় সমাবেশস্থল | নিহত আহতদের রক্তে ভিজে যায় রাজপথ | এটা অগাস্ট ট্রাজেডির আরেক ভয়ংকর অধ্যায় | তবে মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় ও নেতা কর্মী দেহ রক্ষীদের আত্মত্যাগে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান আজকের প্রধান মন্ত্রী শেখ হাসিনা | জাতির এই শোকাবহ দিনটিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেন্ট্রাল ফ্লরিডা মহানগর আওয়ামী লীগ | সেদিন ঘাতকচক্রের অভীষ্ট লক্ষছিলো অস্তিতিশীল পরিস্তিতি সৃষ্টি করে বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বহীন করা | আমরা একুশে অগাস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত , শান্তি কামনা করছি এবং আহতদের গভীর সমবেদনা জানিয়েছন ।