রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি (খুলনা):-২৪ আগষ্ট ২০২২ বুধবার বিকালে ফুলতলা উপজেলার ৪নং ফুলতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের যুগ্নীপাশা গ্রামের বাসিন্দা জাকির হোসেন, বয়স- ৪৫, পেশা- রাজমিস্ত্রি, ঐ একই গ্রামের যুগ্নীপাশা আলেয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সাইমা আক্তার (১৩) কে প্রতিদিন প্রাইভেট পড়তে যাওয়ার সময় উক্তত্ত করত উক্ত জাকির হোসেন। বিষয়টি চলছিলো বহুদিন ধরে। পরবর্তিতে এলাকার লোকজন বিষয়টি হাতে নাতে ধরে ফেলে।
এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে, উক্ত আসামী জাকির হোসেন মেয়েটিকে হাত ধরে ঝোপের দিকে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।
ভিক্টিমের বাবা-মা বিষয়টি রবিবার ফুলতলা থানায় জানালে ফুলতলা থানা থেকে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি তারা। পরবর্তিতে বিষয়টি ২৪ আগষ্ট ২০২২ বুধবার ফুলতলা উপজেলার নির্বাহী মেজিষ্ট্রেট সাদিয়া আরিফিন কে অবগত করেন ভিক্টিমের বাবা-মা। এরপর দুপুর ৩.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত ফুলতলা উপজেলার নির্বাহী মেজিষ্ট্রেট সাদিয়া আরিফিন সহ তার টিম সিভিল ড্রেসে অভিযান চালান আসামীর বাড়িতে। অভিযান চলাকালীন সময় আসামী বিষয়টি বুঝতে পেরে বাড়ীর বেড়া ভেঙ্গে পালিয়ে যায়। অভিযানে ব্যর্থ হলে নির্বাহী মেজিষ্ট্রেট সাদিয়া আরিফিন সহ তার টিম ফিরে যান। এরপর এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে একটি নিয়মিত মামলা করেন ফুলতলা থানায়। এরপর সন্ধ্যার দিকে স্থানীয় জনগণ ও আসামীর পরিবারের মাধ্যমে জনসম্মুখে আসামীকে গ্রেফতার করেন ফুলতলা থানার পুলিশ।
উক্ত আসামী জাকির হোসেন আপাতত পুলিশ হেফাজতে আছে। উক্ত মামলার আলোকে আসামীকে শাস্তি প্রদান করবেন বিজ্ঞ আদালত।