1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ মামলার পলাতাক আসামি শফিকুল ইসলাম গ্রেপ্তার।  অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুকসুদপুরের সক্রিয় এক প্রতারক চক্র, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সা চালক বাবু মোল্যার কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অস্ত্র হাতে নিয়ে নাশকতা সৃষ্টিকারী, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী,মাদক সম্রাট, গ্যাং লিডার,যুবলীগ কর্মী,কিলার ফয়সাল গ্রেপ্তার। পতেঙ্গা থানায় হামলা,ভাংচুর ও সী বীচে চাঁদাবাজীর অভিযোগে মাসুদ করিম গ্রেপ্তার। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ গ্রেফতার। বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক

হবিগঞ্জের বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাসিক সভা অনুষ্ঠিত!

  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১০২ জন দেখেছেন

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট২২) ইং দুপুরে  ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, জয়কুমার দাস প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, ইউপি চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার বলেছেন এএসআই দিলুয়ারের বিরুদ্ধে বানিয়াচংয়ে বিভিন্ন স্পটে মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপারের সাথে আলাপ করে তাকে দ্রুত বানিয়াচং থেকে বিদায় করতে অফিসার ইনচার্জকে তিনি অনুরোধ জানান।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেছেন, দাঙ্গা, চুরি, ডাকাতি, মাদক, ইভটেজিংসহ সকল প্রকার অপরাধ নির্মুলে হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার এস এম মুরাদ আলি স্যারের নির্দেশনায় বানিয়াচং থানা পুলিশ কাজ করে যাচ্ছেন!

অপরাধ মুক্ত বানিয়াচং গঠনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেছেন মুরাদপুর এসএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কেন বিদ্যালয়ে যেতে দেয়া হচ্ছেনা এলকাবাসীসহ আমি মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

সভাপতির বক্তব্যে সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি বলেছেন, আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে রেজিষ্ট্রেশন নাম্বার ছাড়া এবং ১৮ বছরের নীচে কেউ টমটম অথবা মিশুক চালাতে পারবে না।

তিমধ্যে এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিংসহ মোবাইল কোট পরিচালনা করা হবে।

শেয়ার করুন

আরো দেখুন......