রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বেনাপোল স্থলবন্দর থেকে ২০টি লোহার পাত চুরি করে পালানোর সময় জিবন হোসেন রুবেল (৩১) কে আটক করেছে পুলিশ। আটক রুবেল বেনাপোল ভবারবেড় গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।
রোববার সকালে চুরি হওয়া মালামাল সহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার রাত সাড়ে ৭টার দিকে বড় আঁচড়া ঈদগাহের সামনে অভিযান চালিয়ে ২০টি লোহার পাত সহ জিবন হোসেন রুবেল নামে এক যুবককে আটক করা হয়।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, উদ্ধার হওয়া ২০টি লোহার পাত সহ একজনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা অন্যান্য আসামীদের আটকের চেষ্টা চলছে। আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।