শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২ পূর্বাহ্ন
মোঃ ফরহাদ হোসেন, ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনাঃ আজ ২৪ আগস্ট, ২০২২ বুধবার দুপুরে ফুলতলা বাজারে নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপা রাণী সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন বিদেশী ঔষধ রাখার অপরাধে আজাদ ক্লিনিক, মালিক: শামীম ফারাজীকে ৫০০০ টাকা এবং সীমান্ত কুন্ডুর মালিকানাধীন মাতৃ ফার্মেসীকে ২০০০ টাকা জরিমানা করে তা আদায় করেন।
এছাড়াও ভবিষ্যতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়েও সতর্ক করেন।