রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
গাজী এনামুল হক (লিটন) পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলার রানীপুর মোড় এলাকায় ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এবং বরিশালের ৩৫ বীর (সার্পোর্ট ব্যাটালিয়ান) শেখ হাসিনা সেনানিবাসের বাস্তবায়নের এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
বন্যার্তদের মাঝে এ সময় ত্রাণ বিতরণ করেন বরিশালের ৩৫ বীর (সার্পোর্ট ব্যাটালিয়ান) শেখ হাসিনা সেনানিবাসের মেজর মো: রফিকুল ইসলাম, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) থান্দার খাইরুল হাসান, জেলার নেজারত ডেপুটি কালেক্টর মো: নাহিদ ভূঞা। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্থ ২ শত ৫০ জন মানুষের মাঝে চাল, আটা,তেল, চিনি,লবন, মসল্লা, চিরা, মুড়ি ও পানি বিতরণ করা হয়।