মো: ওমর ফারুক, ইপিজেড প্রতিনিধি:- চট্রগ্রাম, মহানগরীর ইপিজেড থানাধীন, আকমল আলী এলাকায়, নব্বই কলনি রোড হালিম ভবন এর নিচ তলায় এ বাল্য বিবাহ বন্ধের ঘটনা ঘটে।
ঘটনার বিষয় নুপুরের পিতা আবু সামা (সামাদ) দৈনিক অপরাধ অনুসন্ধান এর প্রতিবেদককে জানান শহিদের সহযোগীতায় তার শ্যালক আমার ১২ বছরের মেয়ে নুপুরকে রবিবার সকালে (অপহরণ) তুলে নিয়ে যায়।
এবং দিবগত রাতে আমার অনুমতি ছাড়াই শহিদের শ্যালকের সাথে বিবাহ পড়ানোর চেষ্টাকালে, আমি ইপিজেড থানার অফিসার ইনচার্জ মো: কবিরুল ইসলামকে বিষয়টি জানালে, তিনি ততখানিক পুলিশ পাঠিয়ে আমার ১২ বছরের কন্যা নুপুরের বাল্য বিবাহ বন্ধ করে, ও আমার মেয়েকে উদ্ধার করে আমার বাসায় পৌছাইয়া দিয়ে যায়।
বাল্য বিবাহ পড়ানোর (ঠিকাদার) শহিদ
দৈনিক অপরাধ অনুসন্ধান এর প্রতিবেদক ওমর ফারুককে ভিবিন্ন প্রকার হুমকি, দামকি, ভয়ভীতি প্রদার্শন করেছেন।
এ বিষয় ইপিজেড থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম এর নিকট জানতে চাইলে, তিনি জানান বাল্য বিবাহের বিষয়টি নুপুরের বাবা আমাকে জানানোর সাথে সাথে পুলিশ পাঠিয়ে নুপুরের বাল্য বিবাহ বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয় ওসি সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।