বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন
টি আই, মাহামুদ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :-বান্দরবানের আলীকদমে অন্বেষা কলেজিয়েট স্কুল পরিদর্শন ও নতুন শ্রেণি কক্ষের উদ্বোধন করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।
আজ ২০শে আগষ্ট শনিবার সকাল ৯:৩০ ঘটিকায় আলীকদম উপজেলার চৌমুহনীতে অবস্থিত স্কুল ক্যাম্পাসে এলে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ ইউএনও মেহরুবা ইসলামকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন।
এসময় তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন, আমি আলীকদম উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই, তাই পরিষ্কার পরিছন্নতার বিকল্প নেই। তিনি নিজেদের প্রতিষ্ঠান নিজেরাই পরিছন্ন রাখার পরামর্শ দেন।
তিনি আরো বলেন, আমাদের দেশে বাল্য বিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে ছাত্র শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
উদ্বোধন ও পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএস,সি, আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ফরিদ,ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ আলমগীর, অন্বেষা কলেজিয়েট স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী, পরিচালক দিপু তংচঙ্গা, প্রধান শিক্ষক সাহাদত হোসেন ও অন্বেষা কলেজিয়েট স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।