বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
কলমে- কামাল আহমেদ
দিচ্ছি ভাড়া মাসে মাসে
বাড়িওয়ালারা তাই অংক কষে,
তুমি আমি করছি হতাশ
চিতপটাং হয়ে তারা খাচ্ছে বাতাশ;
গুনছি বাড়া হাজারে হাজারে
লাখে লাখে এই বাজারে,
বিনেপয়সায় থাকলাম সেটে
দশ মাস দশদিন মায়ের পেটে,
বাড়া দেইনি দিবনা কভু;
রেখেছে নিয়ম হায়রে প্রভু।
সারাজনম থাকবো মাগো
তুমার তরে ঋণী ওগো,
মাফ করে দিয়ে যাওগো;
দশ মাস দশ দিনের বাড়া মাগো।
দেখ চেয়ে কারো সর্বনাশ
কারো হচ্ছে সেটা পৌষ মাস,
অহংকার আর হিংসে করে;
না জেনে কেহ হচ্ছে নাশ।
ছুটছে সবাই রঙ্গরসে
কারো দুঃখের লাগাম বারো মাসে,
দেখেনাতো ভাবেনা কেহ;
মায়ের এত দুঃখ কিসে?
কোলে-পিঠে মানুষ হইছি-
তাকেই এখন ঘৃনা করছি,
তাহার তরে খেয়ে-পরে;
তার কাছেই বাড়া চাইছি।
বাঃ! এই না হলে কি আর ছেলে?
মনুষ্যত্ব নাইরে যাহার কুকুর তাকে বলে,
অভাগা মা যে শ্রেষ্ঠ এতিম-
নেই কেহ তার কেমনে কাটে দিন?
দুঃখিনী মা কাঁদে গোপনে,
আরশ কাঁপে তারই সনে;
একবার ভাবলামনা তার এই করুন নিশ্বাসে-
ধ্বংস হবে মোদের সবি এক নিমিষে।
(চলবে)