1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

ভাড়া এবং নীরব কান্না

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২২৫ জন দেখেছেন

কলমে- কামাল আহমেদ

দিচ্ছি ভাড়া মাসে মাসে

বাড়িওয়ালারা তাই অংক কষে,

তুমি আমি করছি হতাশ

চিতপটাং হয়ে তারা খাচ্ছে বাতাশ;

 

গুনছি বাড়া হাজারে হাজারে

লাখে লাখে এই বাজারে,

বিনেপয়সায় থাকলাম সেটে

দশ মাস দশদিন মায়ের পেটে,

বাড়া দেইনি দিবনা কভু;

রেখেছে নিয়ম হায়রে প্রভু।

 

সারাজনম থাকবো মাগো

তুমার তরে ঋণী ওগো,

মাফ করে দিয়ে যাওগো;

দশ মাস দশ দিনের বাড়া মাগো।

 

দেখ চেয়ে কারো সর্বনাশ

কারো হচ্ছে সেটা পৌষ মাস,

অহংকার আর হিংসে করে;

না জেনে কেহ হচ্ছে নাশ।

 

ছুটছে সবাই রঙ্গরসে

কারো দুঃখের লাগাম বারো মাসে,

দেখেনাতো ভাবেনা কেহ;

মায়ের এত দুঃখ কিসে?

 

কোলে-পিঠে মানুষ হইছি-

তাকেই এখন ঘৃনা করছি,

তাহার তরে খেয়ে-পরে;

তার কাছেই বাড়া চাইছি।

 

বাঃ! এই না হলে কি আর ছেলে?

মনুষ্যত্ব নাইরে যাহার কুকুর তাকে বলে,

অভাগা মা যে শ্রেষ্ঠ এতিম-

নেই কেহ তার কেমনে কাটে দিন?

 

দুঃখিনী মা কাঁদে গোপনে,

আরশ কাঁপে তারই সনে;

একবার ভাবলামনা তার এই করুন নিশ্বাসে-

ধ্বংস হবে মোদের সবি এক নিমিষে।

 

(চলবে)

শেয়ার করুন

আরো দেখুন......