শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর সার্বজনীন কালী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূণ্য জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বানিয়াচর কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বানিয়ারচর কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দিরের সামনে থেকে বের হয়ে জলিরপাড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বানিয়ারচর সর্বজনীন কালী মন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রাটির উদ্বোধন করেন, বানিয়াচর সার্বজনীন কালী মন্দিরের সভাপতি বাবু হরিশচন্দ্র বাড়রী ও বানিয়াচরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু প্রণব হালদার,বাবু সমীর মন্ডল,বাবু দীপঙ্কর মহন্ত,বাবু অনিল মন্ডল, রোডর্স এন্ড হাইওয়ের সাবেক কর্মকর্তা বাবু সুকদেব মোহন্ত,বাবু মন্মথ বৈরাগী, বাবু রঞ্জন বৈরাগী, ইউপি সদস্য বাবু মুকন্দ বৈরাগী,বাবু বিধান মৃধা,বাবু বিশ্বজিৎ বৈরাগী,বাবু প্রদীপ হালদার,বাবু দীপঙ্কর মন্ডল,পুলিশ ইন্সপেক্টর বাবু হরিদাস রায়, বাবু নিরু মন্ডল, বাবু মিন্টু মন্ডল, বাবু রনজিৎ মন্ডল, বাবু মহেশ বৈরাগী, বাবু নিরুপম কীর্তনীয়া সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। শোভাযাত্রায় হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রায় ৫হাজার ভক্তের মাঝে দুপুরের প্রসাদ বিতরণ করা হয়।