শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন
মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের মাধবপুর চুনারুঘাট শায়েস্তাগঞ্জ লাখাই বানিয়াচং নবীগঞ্জ বাহুবল আজমিরীগঞ্জ উপজেলা সহ লোডশেডিংয়ের মাত্রা অসহনীয় পর্যায়ে এসেগেছে জন জীবন অতিষ্ঠ!
কোনো কোনো এলাকায় দিনের চেয়ে রাত্রে বেশির ভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট ২২)ইং সারাদিন ও একাধিক বার লোডশেডিং এর ঘটনা ঘটে।
এক দিকে ভ্যাপসা গরম, এর ওপর লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। লোডশেডিংয়ের কারণে ছেলেমেয়েদের পড়াশোনা থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসা সবক্ষেত্রেই নেমে এসেছে দুর্ভোগ!
শিক্ষার্থীদের সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ে তারা পড়াশোনায় মনোযোগ বসাতে পারছে না।
বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ গেলে পড়াশোনা হয় না।
লোডশেডিংয়ের এ ভয়াবহতা দিন দিন বেড়ে চলেছে! নিয়ন্ত্রণে আসবে তারও কোনো অনিশ্চতা নেই সংশ্লিষ্ট বিভাগের কাছ থেকে।
এমন ভয়াবহ অবস্থা থেকে উত্তরনের প্রতিকার কি সম্বব।সঠিক জবাব নেই কোন দপ্তরে! অভিলম্বে এই দুর্ভোগ থেকে মুক্তি জন্য কর্তৃপক্ষের জরুরী সিদ্ধান্ত নেওয়া আহবান জানান সামাজিক ব্যাক্তিত্বের অধিকারী জন প্রতিনিধি সহ ভুক্তভোগী জনসাধারণ!