1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
চারঘাট-বাঘার নৌকার মাঝি হিসাবে শাহরিয়ারকে বরণ করতে উচ্ছুক জনতার ঢল শেরপুর তিন আসনের টানা তিনবারের এমপি দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত। ১শ’ টাকার স্ট্যাম্প ২শ’ টাকা – যশোর অভয়নগরে স্ট্যাম্প ক্রয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের এ সংকট দেড় মাস ধরে চলছে কলসী দিঘীর পাড় পকেট গেইট, হানিফ মিস্ত্রির বাড়ী, খাঁন সাহেবের গ্যারেজের সামনে রাস্তার উপর থেকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ হাসান আটক।  বরগুনায় সাংবাদিকতার নীতিমালা বিষয়ক প্রশিক্ষন কমশালা উদ্বোধন কর্ণফুলী ডাঙ্গারচরে নৌ-তদন্ত কেন্দ্রের নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে সিএমপি কমিশনার শেরপুরে বিস্ফোরক মামলার আসামী এখন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক তালতলীতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার শম্ভু’র পক্ষে কাজ করবেন শিহাব হরতালের প্রতিবাদে উত্তর হালিশহর ২৬ ওয়ার্ডে আ.লীগের শান্তি সমাবেশ।

হবিগঞ্জের মাধবপুরে হত্যার ২ আসামি গ্রেফতার ‘আদালতে স্বীকারোক্তি জবানবন্দি প্রদান

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৭০ জন দেখেছেন

 

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর গৃহীনি খুশনাহার (৪৫) হত্যাকান্ডের রহস্য উদঘাটন মূল আসামী সহ গ্রেফতার ০২! হত্যাকান্ডে ব্যবহৃত রশি উদ্ধার,বৃহস্পতিবার (১৮ আগষ্ট২২) ইং দুপুরে হবিগঞ্জ জেলা বিচারক আদালতে  মূল আসামী বিজ্ঞ “আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান মাধবপুর থানা পুলিশের সুত্রে জানা যায় গত ০৮ জুন  ২২ ইং  রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ০৬নং শাহজাহানপুর ইউনিয়নের ফরহাদপুর গ্রামের  জনৈক নুর আলীর মেয়ে ভিকটিম মোছাঃ খুশনাহার আক্তার (৪৫) স্বামী-তাজুল ইসলাম প্রতিদিনের ন্যায় তাহার মায়ের সাথে খাওয়া দাওয়া শেষ করে তাহার মা নিজ ঘরে ঘুমাইয়া পড়ে্ এবং ভিকটিম তার নিজ ঘরে চলিয়া যায়।  ০৯/০৭/২০২২  ইং ভোর ০৬.০০ ঘটিকার সময় ভিকটিমের পাশের ঘরের জনৈক ধনু মিয়া ঘুম থেকে উঠে দেখতে পায় মোছাঃ খুশনাহার আক্তার (৪৫) তাহার বসত ঘরের বাহিরে দরজার পাশে পড়িয়া আছে।

তখন ধনু মিয়া ডাক চিৎকার করিলে ধনু মিয়ার স্ত্রী সহ খুশনাহারের মা, ভাই ও আত্বীয় স্বজনগন ভিকটিমের ঘরের সামনে আসিয়া দরজার সামনে ভিকটিম মোছাঃ খুশনাহার আক্তারকে মৃত অবস্থায় দেখতে পায়।

থানা পুলিশ সংবাদ পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।

ভিকটিমের ভাই মোঃ মছরব আলী, পিতা-মোঃ নুর আলী, গ্রাম- ফরহাদপুর থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ এর অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ মাধবপুর থানার মামলা নং-১৭/৩১১, তারিখ- ১১/০৭/২০২২ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করিয়া এসআই (নিঃ) মোঃ জাকারিয়া এর উপর তদন্ত ভার অর্পণ করেন।

ঘটনার পর টিম মাধবপুর থানার একটি চৌকস টিম হবিগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার এসএম মুরাদ আলী মহোদয়ের দিক নির্দেশনায় সহাকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে স্থানীয় ভাবে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ক্লুলেস হত্যা মামলাটির দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করেন।

অত্র ঘটনায় জড়িত পলাতক আসামী  মোঃ তাজুল ইসলাম (৪৫) পিতা-মৃত আফছার উদ্দিন

মোছাঃ ছালেমা খাতুন (৩৮) স্বামী-মোঃ তাজুল ইসলাম উভয় সাং-ফরহাদপুর, ৬নং ইউ/পি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদের মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ জাকারিয়া ও সঙ্গীয় অফিসার – ফোর্স সহ ইং ১৭/০৮/২২ ইং চট্টগ্রাম জেলার ভুজপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রাম হইতে ভোর বেলায় তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রশি আসামীর বাড়ীর পিছনের জঙ্গল হইতে আসামীর দেখানো মতে উদ্ধার করা হয়।

অদ্য আসামী তাজুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মাসুমা আক্তার এর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......

বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসুচি। এনামুল কবীর এনাম বদলগাছী প্রতিনিধি নওগাঁ। নওগাঁর বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসূচী গত ৬ নভেম্বর বেলা ১১ টায় বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বদল গাছী সদর ইউপির আকট্ট্টি রাস্তার দুই পার্শ্বে তালবৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, ও থানা অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান। বেলা ১১ টায় বদলগাছী মডেল প্রেসক্লাবের কর্মসূচীর শুরুতে নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরণ করেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসে ও সাধারন সম্পাদক আবু রায়হান লিটন, সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম এবং প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু)। উক্ত কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের, সহঃ সভাপতি সাংবাদিক আবু সাঈদ মোঃ মোরছালিন (রোমেন), যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মুজাহিদ হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার সম্পাদক সাংবাদিক আশিক হোসেন, অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ ফজলে রাব্বি, নির্বাহী সদস্য নুরুজ্জামান লিটন, সদস্য সাংবাদিক তুহিন হোসেন, সদস্য সাংবাদিক সাগর হোসাইন, প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু), সেচ্ছাসেবী নজরুল ইসলাম, রহমত আলী প্রমুখ। এবিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন বলেন,এই ধরনের ভালো কাজে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি, মুহাঃ আতিয়ার রহমান বলেন,এই ধরনের সুন্দর একটি উদ্যোগ হাতে নেওয়ার জন্য বদল গাছী মডেল প্রেসক্লাবের সকল সদস্যদেরকে আমি সাধুবাদ জানায়। বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন বলেন,আমাদের এই কাজটি চলমান থাকবে।আজকে আমরা ৩হাজার বৃক্ষ রোপণ করেছি আস্তে আস্তে আরও অনেক বৃক্ষ রোপণ করার চেষ্টা অব্যাহত থাকবে। বদলগাছী মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম বলেন, তালবৃক্ষটি বাংলার ঐতিহ্য বাহী বৃক্ষ। এটি বজ্র নিরোধক হিসাবে সহযোগিতা করে, এবং আমাদের অনেক উপকার কারে আসে। আমরা বিনাস্বার্থে এটি রোপন করছি। উক্ত বিষয়ে প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (বাবু) বলেন, তালগাছ খুব উপকারী গাছ বদলগাছী মডেল প্রেসক্লাবের সাথে যৌথ উদ্দোগ্যে এই কর্মসূচী পালন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ।