মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি (খুলনা):-আজ ১৬ আগষ্ট,মঙ্গলবার,খুলনা বিশ্ববিদ্যালয়ের হল থেকে দলে দলে ছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ করছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলে ইলেকট্রিক সরঞ্জাম জব্দ করার নোটিশের প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন হলটির আবাসিক ছাত্রীরা।
রাত ১০টার পরে ছাত্রীরা হলের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসেন। এসময় তারা প্রভোস্টের বাজে আচরণ ও হুমকির প্রতিবাদ জানান। ছাত্রীরা ‘হল আমাদের অধিকার, সুযোগ নয়’, ‘প্রভোস্ট কই, প্রভোস্ট কই, প্রভোস্টকে আসতে হবে’ স্লোগান দিতে থাকেন।
রাত ১০টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও সহকারী পরিচালকরা। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
রাদ ১২টার পরও বিক্ষোভ চলমান রয়েছে। এদিকে, অপরাজিতা হলের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীরাও ওই হলের ফটকে অবস্থান নিয়েছেন। তারা তালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন।