শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন
টি আই, মাহামুদ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি। আলীকদম সদর ইউনিয়নের পানবাজারে আলীকদম উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, সোনে ইন্টারন্যাশনাল ও কাথোওয়াইন এর সৌজন্যে আলীকদম সদর ইউনিয়নের পানবাজারের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশ বান্ধব প্লাস্টিকের ডাস্টবিন বসালেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।
আজ ১৭ই আগষ্ট বুধবার বিকালে পানবাজারের মসজিদ ও স্কুল গেইটে একটি মধ্যম সড়কে একটি ও কলারঝিরি রাস্তার মাথায় একটি ডাস্টবিন স্থাপন করেছেন তিনি। এসময় তিনি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে স্থানীয়দের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরিছন্নতার বিকল্প নেই, আমি শুরু করে গেলাম এবার আপনারা নিজ অর্থায়নে আরো কিছু কিনে এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করুন। তিনি সোনে ইন্টারন্যাশনাল ও কাথোওয়াইন কে প্রশংসনীয় স্বাস্থ্য সহযোগী প্রকল্পের জন্য ধন্যবাদ জানান। এবং এর রক্ষণাবেক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন।
ইউএনও মেহরুবা ইসলাম আলীকদম আসার পর থেকেই বিভিন্ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখে প্রশংসা কুড়িয়েছেন সর্বক্ষেত্রে, ইতিপূর্বেই তিনি আলীকদম উপজেলা সদরে অবস্থিত অবহেলিত শহীদ মিনারটিকে পরিচর্যা করে এটিকে বঙ্গবন্ধু চত্বর হিসেবে ঘোষণা করেছেন। এবং বঙ্গবন্ধু চত্বরের রক্ষণাবেক্ষনের ব্যবস্থা করেছেন।