রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
মোঃরজিবুল ইসলাম,ব্যুরো প্রধান(খুলনা বিভাগ):- ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা ১৬ই আগস্ট আলমডাংগার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
অনুসন্ধানে জানা যায়,বিসিআইসি সারের ডিলার মেসার্স জনির উদ্দিন এন্ড ব্রাদার্সকে গত ০৩ আগস্ট সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মুল্যে সার বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের জন্য ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় ও সতর্ক করা হয়।পরবর্তীতে আজ আবারও ১১০০ টাকার টিএসপি সার ১৬৫০ টাকায় বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ প্রতি বস্তায় ৫৫০ টাকা অতিরিক্ত নিচ্ছেন।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারাতে বলা হয়েছে নির্ধারিত মূল্যের অধিক মুল্যে কোন পণ্য বিক্রয় অথবা বিক্রয়ের প্রস্তাব করলে তিনি অনুর্ধ্ব ১ বছর কারাদণ্ড,অনধিক ৫০,০০০/- টাকা অর্থদণ্ড অথবা উভয়দন্ডে দন্ডিত হবেন। আবার আইনের ৫৫ ধারাতে বলা হয়েছে ভোক্তা অধিকার বিরোধী কোন অপরাধে দন্ডিত ব্যক্তি কর্তৃক পুনরায় একই অপরাধ করলে তিনি আইনের নির্ধারিত দন্ডের দ্বিগুণ দন্ডে দন্ডিত হবেন। নির্ধারিত মূল্যের অধিক মুল্যে আজ আবারও বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৫ ধারায় ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে সাময়িক বন্ধ করা হয়।
এছাড়া অপর দুটি প্রতিষ্ঠান মেসার্স মুসলিম বেকারি ও মেসার্স কনা আইসক্রিম ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকরভাবে পণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ২০,০০০+২০,০০০= ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়।
এসময় মেসার্স কনা আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানার পাশাপাশি সবকিছু ঠিকঠাক না করা পর্যন্ত সাময়িক বন্ধ করে দেয়া হয়।
অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে মোট ১,৪০,০০০/- টাকা জরিমানা করা হয়।
সহযোগিতায় ছিলেন এস আই লিটনের নেতৃত্বে আলমডাংগা থানা পুলিশের একটি টিম।