গাজী এনামুল হক (লিটন) পেরোজপুর :-পিরোজপুরে র্যাবের অভিযানে ৭৯ বোতল ফেনসিডেল সহ এক যুবকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সকালে বেকুটিয়া ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান (৩৮) নামে এক যুবক কে আটক করে র্যাব।
র্যাব-০৮ জানায় রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে নিয়ে আসা পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান নামে এক যুবক কে ৭৯ বোতল ফেনসিডেল সহ আটক করা হয়। তাকে আট করে বরিশাল র্যাব-০৮ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আব্দুর রহমান খুলনার রুপসাপল্লী এলাকার মোনাজাত আলীর পুত্র। পিরোজপুর সদর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলার অপর আসামী ফরিদ হোসেন সাতক্ষীরার কলারোন এলাকার আব্দুস সত্তারের পুত্র। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
পিরোজপুর সদর থানা ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান জানান, র্যাবের অভিযানে একজনকে ফেনসিডেল সহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।