বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন
““““““““সু-সময়ে““““
সু-সময়ে এ সমাজে
বন্ধু মেলে বেশি,
দূরে কাছের হোক-না সে’জন
কিম্বা নিজের দেশি।
মিষ্টি মধুর বচন দিয়ে
থাকে বন্ধু বেশে,
বিপদ কালে চুপটি করে
হারিয়ে যায় শেষে।
এ জগতে খাঁটি মনের
বন্ধু নাহি জোটে,
স্বার্থের একটু ব্যাঘাত হলেই
বন্ধুত্ব যায় টুটে।
বন্ধু নামের শব্দটি যে
অনেক বড়ো দামি,
আমৃত্যু-কাল পাশে থাকে
স্ত্রী আর স্বামী।
দুঃসময়ের বন্ধু হয়ে
যে’জন থাকে পাশে,
এমন বন্ধুর ছোঁয়ায় যেন
খুশিতে মন ভাসে।
মোঃ ওমর ফারুক