শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন
আব্দুল্লাহ আল লোমান, জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী মেম্বারের আয়োজনে ডিগ্রীরচর মফিজিয়া মাদ্রাসার হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস ছাত্রদের মাঝে তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী মেম্বার,মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা নুরুল আমীন ছাহেব, শাইখুল হাদিস হযরত মাওলানা মনজুরুল হক,মুফতি যোবায়ের হোসেন,শরিফুল ইসলাম, সাখাওয়াত হোসেন সহ আরও অনেকেই।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে শাহাদাৎ বরণকরীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।