বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন
টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:- বান্দরবানের আলীকদম উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলীকদম উপজেলার নয়াপাড়ায় অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ আলীকদম ব্যাটালিয়ন (৫৭বিজিবি) র সার্বিক ব্যবস্থাপনায় আলীকদম ব্যাটালিয়ন সদর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ২০০(দুইশত) টি স্থানীয় দুস্থ অসহায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে।
আজ ১৫ই আগষ্ট সোমবার বিকাল ৪:০০ ঘটিকার সময় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)র দপ্তরে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)র অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ শহীদুল ইসলাম, পিএসসি পরিবার গুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় ৫৭ বিজিবি’র বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবি পক্ষ থেকে পরিবার গুলোর মাঝে ১০০০ কেজি চাল, ২০০ কেজি ডাল, ১০০ কেজি চিনি, ১০০ কেজি তৈল ও ২০০ কেজি আলু বিতরণ করা হয়।