বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন
মোঃরজিবুল ইসলাম,ব্যুরো প্রধান(খুলনা বিভাগ):- চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার গড়াইটুপিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (১৪ই আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের মনোরুদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৩২), একই গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. হাসিবুল ইসলাম (৩০) এবং সিংনগর গ্রামের শামসুদ্দিনের ছেলে মো. ওয়াশিম আকরাম (২৮)। এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, গোপন সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন একটি আলমসাধু ও একটি মোটরসাইকেল নিয়ে চার যুবক দর্শনা থানা এলাকার গড়াইটুপি মোড়ে ব্রিজের সন্নিকটে সন্দেহজনকভাবে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এ,এম আনোয়ারুল ইসলামকে ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এসআই এ,এম আনোয়ারুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে চার যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তিন যুবককে আটক করে এবং এক যুবক পালিয়ে যায়। আটককৃত তিন যুবকের হেফাজত হতে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ করা হয়।