শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
ক্রাইম রিপোর্টার(চট্রগ্রাম বিভাগ):-সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে যাত্রা শুরু হয়েছে আকাশ তারা সাংস্কৃতিক সংগঠনের পূর্ণ কমিটি গঠন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব মোহাম্মদ দিদার। এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি- জনাব মোহাম্মদ ইদ্রিস কাওয়াল, প্রধান বক্তা- গীতিকার মোস্তফা সাগর। সভাপতিত্ব করেন- মীর মোহাম্মদ রমজান আলী প্রেম, সঞ্চালনায়- আকাশ তারা সংগঠন এটিএস মহাসচিব লেখক ও কবি মোঃ নুরেআলম সিদ্দিকী। বিশেষ অতিথি- জনাব মোহাম্মদ নুর-নবী, কমল বড়ুয়া, জয়নাল আবেদিন, সোহেল কাওয়াল, শিল্পী সজল বাবু, কাওয়াল শাহাদাৎ পারদেশী রুবেল, নাসিম কাওয়াল, রুবেল কাওয়াল, গীতিকার মোহাম্মদ মিজান, তবলা সৈয়দ রাসেল মাইজভান্ডারি, গিটার এস আই জুয়েল, অভিনেতা ফেরদৌস আলম অপু, সাউন্ড ম্যান- রাশেদ খান, শিল্পী আল আমিন পরদেশী, শিল্পী মহিউদ্দিন মেজবাহ, অভিনেতা জাবেদ আক্তার জেবু (জুনু মিয়া), অভিনেতা দেবু চৌধুরী, শিল্পী সুজীত শীল, মোহাম্মদ দিদার, আবুল কালাম, মোহাম্মদ আলাউদ্দীন, শিল্পী মনির খান, তবলা রুবেল, তবলা সুমন, পারকেশন, সজল সহ অসংখ্য নেতৃবৃন্দ।