বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা বৃহস্পতিবার (১১ আগস্ট) রুপসা ঘাটের মাইক্রোবাস স্ট্যান্ডের বিপরীতে ‘প্রিয় ফিশ ডিপো’ নামের একটি প্রতিষ্ঠানে সন্ধেহ বসত সন্ধা ৭ টার সময় র্যাবের একটি দল আভিযান পরিচালনা করেন। অভিযান শেষে র্যাব জানায় যে, প্রতিষ্ঠানের বাইরে তালা দিয়ে ভিতরে চলছিলো চিংড়িতে অপদ্রব্য পুশ করার বেআইনী কাজ। এসময় ৭০ কেজি অপদ্রব্য পুশ চিংড়ি জব্দ করা হয়। চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় ৭ জনকে গ্রেপ্তার করেন র্যাব।
এই ৭ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, ফকিরহাটের আনন্দ গাইন(৪৮), সাতক্ষীরার আলী মুনসুর(৫৫), রূপসার মোঃ সেলিম(৫৫), রফিকুল ইজারদার(৩২), ইমন মোল্লা(২২), বাবুল শেখ(৪৬), ও সদর থানার টিপু সিকদার(৫৬)। সকলকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
রূপসার উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিম এবং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাশ মোবাইল কোট পরিচালনা করেন। জব্দকরা ৭০ কেজি চিংড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং মৎস্য কমকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং দন্ডপ্রাপ্ত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন।