1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
মাননীয় চসিক মেয়র জনাব শসহাদাত হোসেন ভাইকে সম্মাননা স্মারক প্রদান করেন – আলমগীর নূর:  সন্ত্রাসী চাদাবাজঁ ও জুলাই সনদের বিপক্ষে যারা গিয়েছেন তাদের সাথে জোট করবো না – হাসনাত আব্দুল্লাহ ব্যারিস্টার মীর হেলালের পক্ষে ফতেপুরে কৃষকদলের নির্বাচনী সমাবেশে জনস্রোত হাউস ক্যাম্পেইনে জনসংযোগে ব্যস্ত জামায়াতের মনোনীত চট্টগ্রাম-১১ আসনের আগামীর এমপি প্রার্থী জনাব শফিউল আলম নৌ বাহিনীর নেতৃত্বে  আমতলীতে যৌথ চিরুনী অভিযান  চট্টগ্রাম মডেল স্কুল’র ক্লাস পার্টি উৎসব সম্পন্ন ৮ আসন (চট্রগ্রাম) বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ,গুলিবিদ্ধ আরেক যুবক নিহত।  খুলনা-১ আসনে আমির এজাজ খানের পক্ষে বটিয়াঘাটা বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত না ফেরার দেশে চলে গেলেন খায়রুল বাকী মিয়ার সহধর্মিণী র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ডাকাতি মামলার সন্ধিগ্ধ পলাতক আসামী মোঃ সাদ্দাম হোসেন আটক। 

ভোটার নিবন্ধনে অসদুপায় অবলম্বনের দায়ে দুই চেয়ারম্যান সহ আটজনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময়ঃ বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৭৫ জন দেখেছেন

টি আই, মাহামুদ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি। বান্দরবানের আলীকদমে হালনাগাদ ছবি যুক্ত ভোটার তালিকা করার সময় আহছাব উদ্দিন নামে এক রোহিঙ্গা কে ভোটার করতে অসদুপায় অবলম্বনের দায়ে সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য সহ আট জনের বিরুদ্ধে মামলা করেছেন আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা।

অভিযুক্ত রোহিঙ্গার নাম আছহাব উদ্দিন। সে তার জীবিত মায়ের নামে মৃত্যু সনদ সহ ভূয়া নিবন্ধন নিয়ে ভোটার হওয়ার চেষ্টা কালে বাচাই কমিটি তাকে চিহ্নিত করে, এসময় তার দাখিলকৃত কাগজপত্রে অসংগতি  পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে ও তার সৎ পিতাকে আটক করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) রাতে নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, বৃহত্তর চৈক্ষ্যং ইউপির সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, অভিযুক্ত আহছাব উদ্দিন, সৎ পিতা জামাল হোসেন, নয়াপাড়া ইউপি’র সদস্য আব্দুল মানান, আছহাব উদ্দিনের মা আয়শা বেগম, চৈক্ষ্যং ইউপি সচিব মানিক বড়ূয়া, নয়াপাড়া ইউপি সচিব আবু হানিফ রাজুর সহ ৮ জনের বিরুদ্ধে এই মামলা করা করেন।

নয়াপাড়া ইউপি চেয়ারম্যান বলেন, কোন রোহিঙ্গা নাগরিক কে ভোটার হতে সহায়তা করিনি আমি। ইউপি সদস্য রোহিঙ্গা নয় নিশ্চিত করার পর প্রত্যায়ন গুলোতে স্বাক্ষর করেছি। আমার ইউনিয়নের সবাইকে আমার পক্ষে চেনা সম্ভব না। ইউপি সদস্যরা নিশ্চিত করার পর আমি স্বাক্ষর করি। তাছাড়া বিগত চেয়্যারম্যানের সনদও ছিল বলে ইউপি সদস্য জানিয়েছেন, সেই মর্মে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে আহছাব উদ্দিন ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদের যাচাই বাচাইয়ের সময় বিশেষ কমিটির কাছে তার কাগজপত্র জমা দেয়। কমিটি যাচাই বাচাইয়ের সময় তার কথা সন্দেহ জনক মনে হলে সংশ্লিষ্ট ওর্য়াডের লোক জনের সাথে কথা বলে নিশ্চিত হই আহছাব উদ্দিনের বাবা রোহিঙ্গা, জন্ম নিবন্ধন সনদ , চেয়ারম্যান সনদে যাকে বাবা বানিয়েছে তিনি তার জন্মদাতা বাবা নয়। আহছাব উদ্দিনের মা আয়শা বেগমের দ্বিতীয় স্বামী জামাল হোসেন।

তার মা জীবিত থাকলও তার মা আয়শা বেগমের নাম মৃত্যু সনদ করা হয়েছে। পরে  নিজেও স্বীকার করছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান। পরে উক্ত রোহিঙ্গা আহছাব উদ্দিন ও তার  ভূয়া বাবা জামাল হোসেন কে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান উপজলা নির্বাচন কর্মকর্তা।

আলীকদম থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন জানান, এই ঘটনায় নয়াপাড়া ইউপি চেয়ারম্যান সহ ৮ জনকে আসামী করে মামলা হয়েছে। আটক আহছাব উদ্দিন ও জামাল হোসেন কে আদালতে প্রেরণ করা হয়ছে। বাকী আসামীদের দ্রুত আটক করা হবে।

শেয়ার করুন

আরো দেখুন......