শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:-পতেংগা শাখা কার্যালয় এর ইনচার্জ ও ডিজিএম আয়েশা বেগম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এম, ডি,ও,সি,ই,ও স্যার বাবু নিমাই কুমার সাহা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এ,এম ডি স্যার আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মোঃ বিল্লাল হোসাইন বেলাল, আরও উপস্থিত ছিলেন, এজিএম মোঃ ইলিয়াস হাওলাদার, এজিএম মোঃ জালাল উদ্দীন, এজিএম, আসমা আকতার, বি এম আবুছালে হাওলাদার,সুইটি বেগম, আবদুল হক,ইউনিট ম্যানেজার মোঃ সাব্বির হোসেন, রেহেনা বেগম, নুসরাত হামীম, আলামীন,পারভেজ,সাইফুল, বাদশা,টিটু,হাসান, তানিয়া, সবজি, মিজান, রেজা,আরও প্রমুখ, করবো বীমা গড়বো দেশ উন্নয়নে বাংলাদেশ, জীবন বীমা ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইনসিওরেন্স কোঃ লিঃ সময় থাকতে সঞ্চয় করুন বৃদ্ধ আশ্রম কে না বলুন, যোগাযোগ, বন্দর মডেল শাখা কার্যালয়, মালেক প্লাজা, বন্দরটিলা ইপিজেড চট্টগ্রাম,