বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:-“লাগাই গাছ লাগাই বৃক্ষ রক্ষা করি পুরো বিশ্ব ” এই প্রতিপাদ্য নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৮ আগস্ট রোজ সোমবার চট্টগ্রাম ৩৮ নং ওয়ার্ড ওমর শাহ পাড়া মডেল হাই স্কুলে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৪র্থ দফায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়।
এই সময় হাজী মোঃ আবু নাছেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জফর উল্লাহ। উদ্বোধক ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ।
এই সময় লায়ন এম জাফর উল্লাহ বলেন, পৃথিবী কে বাসযোগ্য করতে সবুজ বনায়নের বিকল্প নাই।
তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সবুজ বনায়ের লক্ষে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সারা দেশব্যাপী এই বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করছে।
তিনি আরও বলেন আসুন সকলে মিলে সুন্দর সবুজ- শ্যামল, সুফলা-সুজলা দেশ গড়তে বৃক্ষরোপণ করি।
এই সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,মোঃ ইমরান হোসেন প্রমূখ।