শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৬ পূর্বাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার ৮ আগস্ট ২০২২ নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা এমপি এর সভাপতিত্বে কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালে ভাষণ প্রদান করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এম পি। সারা দেশে একযোগে অনুষ্ঠানটি সম্প্রসারিত হওয়ার শেষে নাসিরনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১, সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা কার্তিক দাস, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, উপকারভোগী মহিলা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। সভায় প্রশিক্ষণ প্রাপ্ত ৭ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৩জন মহিলাকে G2P মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।