শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
আব্দুল্লাহ আল লোমান, জামালপুর প্রতিনিধিজামালপুরের ইসলামপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক এডভোকেট আব্দুস ছালামের সঞ্চালনের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্ব সভায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন স্বাধীন ,বীর যুগ্ম সাধারন সম্পাদক ও ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ খলিলুর রহমান, উপজেলা যুুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু, মহিলা লীগের সভাপতি আফরোজী আজাদ তানিয়া,যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী,ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান ও ইসলামপুর কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকার বক্তব্য রাখেন।
পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ ই আগষ্ট নিহত শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল বলেন ব্ঙ্গবন্ধুর জাতির পিতা হওয়ার পেছেনে এই মহিয়সী নারী প্রধান ভূমিকা পালন করেছে।বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব দলের কোনও পদে না থেকেও দলকে সুসংগঠিত করেছেন। এসব ত্যাগী মানবের জীবনী ও কর্ম থেকে শিক্ষা নিয়ে দলের পাশে থেকে দলকে আরো সুসংগঠিত করে আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ কে পূণরায় ক্ষমতায় আনতে কাজ করার আহ্বান জানান তিনি।