বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান, জেলা প্রতিনিধি (খুলনা):-
খুলনার খানজাহান আলী থানার শিরোমনি বাইপাস সড়ক সংলগ্ন ওয়াসা ভবনের সামনে থেকে ছয় কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় মাদকবিরোধী অভিযান চলাকালীন বাইপাস সড়ক দিয়ে একটি প্রাইভেট কার যাওয়ার পথে গাড়িটি থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। এ সময় সিগন্যাল অমান্য করে বাইপাস সড়ক সংলগ্ন কাশবনের সামনে গাড়িটি রেখে তিনজন পালিয়ে যায়। পরে গাড়ির ভেতর থেকে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।