শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১০ অপরাহ্ন
সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমতলী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে আজ সকাল সারে নয়টায় আমতলী পৌরসভা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের পাশে শেখ কামালের প্রকৃতিতে পুষ্প স্থাপক অর্পণ করা হয়েছে।
অন্যান্ন কর্মসূচির মধ্যে সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম,এ কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র মতিয়ার রহমান,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার,আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শানু,উপজেলা আওয়ামী অর্থ সম্পাদক বাবু রনজিত কুমার শীল, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস,আবদুল জব্বার মিয়া,হারুন অর রশীদ, জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার সহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ,কৃষক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।